ঢাকায় অধ্যয়নরত দ্বীপ হাতিয়া’র ছাত্র-ছাত্রীদের মাঝে একতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন তৈরী এবং তাদের সকল সম্ভাবনাকে কাজে লাগানোর উদ্দেশ্যে একাডেমিক, আর্থিক ও ক্যারিয়ার সংক্রান্ত সমস্যাবলী সমাধানের চেষ্টা করা।
হাতিয়া ছাত্র ফোরাম ঢাকার উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়াতে ইফতার মাহফিল ও সুধী সম্মাননার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের তৎকালীন বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ ইউসূফ স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজম স্যার। আরো...
১. সদস্য সংগ্রহ ও কার্যকরি কমিটি গঠনের মাধ্যমে ঢাকাস্থ হাতিয়া’র ছাত্র-ছাত্রীদেরকে ঐক্যবদ্ধ করা।
২. ঢাকায় অধ্যয়নরত হাতিয়া’র ছাত্র-ছাত্রীদের নিয়ে নিয়মিত প্রোগ্রামাদির আয়োজন করা।
৩. পরিচিতি ও পারস্পরিক সম্পর্ক উন্নোয়নের জন্য বিভিন্ন খেলাধুলা, প্রতিযোগিতা ও শিক্ষা সফর ইত্যাদির আয়োজন করা।
৪. হাতিয়া থেকে নবাগত ছাত্র-ছাত্রীদের ভর্তি ও আবাসনে সহযোগিতা প্রদান।
৫. বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান।
৬. ঢাকা ও হাতিয়াতে নিয়মিত শিক্ষা ও ক্যারিয়ার সংক্রান্ত অনুষ্ঠানাদির আয়োজন করা।
৭. হাতিয়া’র মাটি ও মানুষের প্রয়োজনে বিভিন্ন কর্মসূচীতে স্বতোস্ফূর্ত অংশগ্রহণ।
৮. ঢাকায় চিকিৎসা নিতে আসা হাতিয়া’র রোগীদের প্রয়োজনে রক্ত সরবরাহ ও সহযোগিতা প্রদান।